ছাত্রনেতা মহিমের নামে চত্বরের দাবিতে মেয়রকে স্মারকলিপি

Posted by

ওমরগনি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাবেক ভিপি শহিদ ছাত্রনেতা মহিম উদ্দিনের নামে বাগমনিরাম ওয়ার্ডের গোল পাহাড় মোড়ে “মহিম চত্বর” নির্মাণের দাবিতে স্মারকলিপি দিয়েছে শহিদ ছাত্রনেতা মহিম উদ্দিন চত্বর বাস্তবায়ন কমিটি। বৃহস্পতিবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনটির চেয়ারম্যান হেলাল আকবর চৌধুরী বাবর এবং সদস্য সচিব এম আর আজিমসহ সংঠনটির নেতৃবৃন্দ।

এসময় তারা বলেন, ২০০৪ সালে বিচার বহির্ভূতভাবে ছাত্রনেতা মহিমকে হত্যা করে বিএনপি-জামায়াত জোট সরকার। তরুণদের মধ্যে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের আদর্শের চেতনা ছড়িয়ে দিতে তার নামে একটি চত্বর নির্মাণ করে বাগমনিরাম ওয়ার্ডের গোল পাহাড় মোড় কে মহিম উদ্দিন চত্বর নির্মাণ করতে হবে।চসিক মেয়র মহোদয় কে স্মারকলিপি প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু,নগর যুব লীগের সহ সভাপতি নরুল আনোয়ার, মহিম উদ্দিন চত্বর বাস্তবায়ন কমিটির সদস্য আবদুল জলিল চৌধুরী বাহাদুর হাবিব উল্লাহ নাহিদ, আছিফুর রহমান মুন্না, কাউন্সিলর ভিপি ওয়াসিম উদ্দিন চৌধুরী, কাউন্সিলর মোবারক আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *