চট্টগ্রামে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের ইফতার সামগ্রী বিতরণ নগরীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ২ শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে ছাত্রলীগ।
রবিবার (১৭ই মার্চ) পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃসিরাজুল ইসলাম আকাশের উদ্যোগে সাগরিকা স্কয়ার প্রাঙ্গনে আয়োজিত উক্ত ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেল।
উক্ত কর্মসূচিতে আরোও উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি হাসমাত খান আতিফ, কোতোয়ালি থানা ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত রিকু, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মাঈন উদ্দিন সোহেল, ফারহান উদ্দিন খাঁন, পাহাড়তলী থানা ছাত্রলীগের উপ ক্রীড়া সম্পাদক মোঃইমতিয়াজ উদ্দিন আকিল, ১২নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইজাজুল আলম, শুভ, ইরফান,রাহাত, রাফি, বাবু সহ প্রমুখ।