ছাত্রনেতা কায়সার হোসেনের ২৪ তম মৃত্যু বার্ষিকীতে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা 

Posted by

 

ওমর গণি এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ছাত্র মিলনায়তন সম্পাদক কায়সার হোসেনের ২৪ তম মৃত্যু বার্ষিকীতে ওমর গণি এম ই এস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের নেতৃত্বে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।
এতে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম,
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু,সাবেক ছাত্রনেতা জাফর উল্লাহ,লিটু দাস বাবলু,চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ-সভাপতি নুরুল আনোয়ার, রাজিব দত্ত রিংকু,আসিফ মুন্না,নগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মনোয়ার জাহান মনি, হাবিব উল্ল্যাহ নাহিদ ,কাজী আলমগীর ,ফারুকুল ইসলাম অংকুর,মোঃ দেলোয়ার সহ প্রমুখ।

সাবেক ছাত্রনেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন-“শহীদ ছাত্রনেতা কায়সার হোসেন ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ছাত্রনেতা, প্রগতির চাকা সচল রাখতে শহীদ ছাত্রনেতা কায়সার হোসেন রাজপথে অনেক ত্যাগ স্বীকার করেছেন,তার নেতৃত্ব বর্তমান ছাত্রলীগ নেতৃবৃন্দকে রাজপথে অনুপ্রেরণা যোগাবে”।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম বলেন-“শহীদ ছাত্রনেতা কয়সার হোসেন বঙ্গবন্ধুর একজন আদর্শের উদীপ্ত সৈনিক ছিল,প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সে সবসময় সোচ্চার ছিল,রাজপথে আন্দোলন সংগ্রামে সে সবসময় আমাদের সাথে অগ্রভাগে থাকতো।
এসময় মিলাদ কিয়াম করে কবর জিয়ারত শেষে সবাই কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেন করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *