চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান নেতা মোতাহেরুল ইসলাম চৌধুরী এস আলম গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সাইফুল আলম মাসুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন৷ ২৮ নবেম্বর মঙ্গলবার বিকেলে সাইফুল আলম মাসুদের গ্রামের বাড়ি পটিয়াতে এ সাক্ষাৎ করেন৷ এসময় উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির নেতা গোলাম সরওয়ার মুরাদ, পটিয়া পৌরসভার কাউন্সিলর গোফরান রানা, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন পারভেজ, পটিয়া পৌরসভার মহিলা কাউন্সিলর ইয়াসমিন আকতার, সমাজসেবক শওকত আকবর, ব্যবসায়ী মোহাম্মদ আনিস।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটিয়া আসনে শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীকে সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস দেন।